Berger Paint

ঢাকা, শুক্রবার   ০২ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০  

ছবি- প্রতিদিনের চিত্র।

ছবি- প্রতিদিনের চিত্র।

 

দেশের পোশাক শিল্প শ্রমিকদের অধিকার আদায় ও শিল্প রক্ষায় অনন্য ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী সংগঠন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হয়।

 

 

শুক্রবার (২৭ নভেম্বর) ২০২০খ্রি: বিকাল ৩.৩০ টার সময় ঢাকার ২২/১ তোপখানা রোডস্থ 'বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুম'-এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে তিনি তাঁর বক্তব্যে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান এমপি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের অধিকারের বিষয়ে কথা বলতেন। স্বাধীন বাংলাদেশে তিনিই সর্বপ্রথম শ্রমিকবান্ধব নীতি প্রবর্তন করেছিলেন। বর্তমান সরকার শিল্পবান্ধব, এ সরকার অতীতেও শ্রমিকদের স্বার্থে কাজ করেছে, ভবিষ্যতেও করবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরী দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হয়েছে আওয়ামীলীগ সরকারের সময়ই।

 

সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ বাহারানে সুলতান বাহার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন পোশাক শিল্প শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন। দীর্ঘ সময় ধরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এ সংগঠনটি ন্যায় সঙ্গত আন্দোলন করে আসছে। আগামী দিনেও  শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ থাকবে।”

 

তিনি বলেন, “বর্তমানে দেশের পোশাক শিল্প ধ্বংসে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বৈশ্বিক মহামারী করোনার অজুহাতে সারাদেশে ছাঁটাইয়ের নামে চলছে শ্রমিক নির্যাতন। শ্রমিকদের আইনগত ন্যায্য পাওনাদি পরিশোধ করা হচ্ছে না। বাংলাদেশের শ্রম আইনেও শ্রমিকের অধিকার খর্ব করা হয়েছে। শ্রম আদালতে গিয়েও শ্রমিকরা ন্যায় বিচার পাচ্ছে না। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। এক্ষেত্রে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের ফেডারেশন হয়ে উঠতে পারে সাধারণ শ্রমিকদের আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম।”

 

আরও পড়ুন: ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড, ৫ রোগীর মৃত্যু

 

সম্মেলন উদ্বোধন করেন এনপিপি ও এনডিএফ চেয়ারম্যান জনাব শেখ ছালাউদ্দিন ছালু। প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ এ্যাড. সানজিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ পলাশ, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হারুনার রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ মোস্তফা, মোঃ শামীম সহ প্রমুখ।



বার্তাপ্রেরক-  মোঃ মোস্তফা, কেন্দ্রীয় নেতা, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

এই বিভাগের আরো খবর