Berger Paint

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩,   চৈত্র ৮ ১৪২৯

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
শি-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ মুগদায় গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে আজ আরাভকে খুঁজছে দুবাই পুলিশ

এক্স ওয়ার্ল্ড বইয়ের রিভিউ প্রতিযোগিতা চলছে

মোহাম্মদ অংকন, ঢাকা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

বদরুল আলমের লেখা সায়েন্স ফিকশন বই `এক্স ওয়ার্ল্ড` ।

বদরুল আলমের লেখা সায়েন্স ফিকশন বই `এক্স ওয়ার্ল্ড` ।

জনপ্রিয় লেখক বদরুল আলম এর সায়েন্স ফিকশন ‘এক্স ওয়ার্ল্ড’ বইয়ের রিভিউ প্রতিযোগিতা চলছে। যারা এক্স ওয়ার্ল্ডের বুক রিভিউ প্রতিযোগিতায় অংশ নিতে চান, তাদের জন্য আছে বিশেষ সুযোগ। সংগ্রহ করুন বদরুল আলমের লেখা সায়েন্স ফিকশন বই 'এক্স ওয়ার্ল্ড' । রকমারিতে বইটির প্রি অর্ডার চলছে। ফোন দিন রকমারি.কম-এ 16297 নম্বরে। প্রি-অর্ডারে বুকিং দিয়ে সংগ্রহ করুন বইটি । এক্স ওয়ার্ল্ড বইটির রকমারি লিংক- https://www.rokomari.com/book/194976/x-world

রিভিউ লিখে জিতে নিন দুজন ভাগ্যবান প্রতিযোগি পাঁচ হাজার টাকা নগদ অথবা সমমূল্যের দুটি বইয়ের পুরস্কার। বইটি প্রকাশ করেছে, দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান আহাম্মদ পাবলিশিং হাউস। অমর একুশে গ্রন্থমেলার আহাম্মদ পাবলিশিং’র স্টল: 663-664-665-666 থেকেও বদরুল আলমের অটোগ্রাফসহ বইটি সংগ্রহ করতে পারেন। রিভিউ পাঠানোর মেইল এড্রেস- [email protected]

উল্লেখ্য রিভিউ বাছাই করে দুজনকে পুরস্কৃত করা হবে।

"এক্স ওয়ার্ল্ড"র চৌম্বক অংশ-
---------------------------------------------
সুজানা চরম বিরক্তি নিয়ে বোতল সদৃশ কাঁচের দেয়াল বেষ্টিত ফ্লাস্কে বসে আছে। তার চারিদিকে স্বচ্ছ কাঁচের দেয়াল থাকলেও এ মুহূর্তে মনে হচ্ছে অন্ধকার গভীর অন্ধকার। হতাশার সর্বশেষ রূপ। এ অবস্থায় সে নিজের অস্তিত্ব নিয়ে অনেকটা সন্ধিহান। সুজানা ভাবে একি বাস্তব, নাকি স্বপ্ন। এমনও হতে পারে সে স্বপ্ন দেখছে। স্বপ্ন অনেকটা এমন, কেউ তাকে জোড় করে প্রকাণ্ড এক বোতলে ঢুকিয়ে ছিপি আটকে দিয়েছে। সহজে খুলবে না সে মুখ। যে পথ দিয়ে তাকে প্রবেশ করানো হয়েছে সে পথও আটকানো। ফলে একসময় অক্সিজেন ফুরিয়ে আসবে তখন নিঃশ্বাস বন্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলবে সে। তারপরও বোতলের মুখ খুলবে না।
সুজানা এরপর আর ভাবতে পারে না। তার মস্তিষ্ক কাজ করছে না। কেমন যেন নিস্তেজ ভাব চলে এসেছে।

বইটি কেমন হয়েছে জানান, আপনার মূল্যবান মতামত দিন। প্রতিযোগিতায় অংশ নিন।

 

এই বিভাগের আরো খবর