Berger Paint

ঢাকা, শনিবার   ০৩ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ১৯ ১৪৩০

ব্রেকিং:
চট্টগ্রাম, গাজীপুর, কক্সবাজার, নারায়ানগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ ব্যুরো / জেলা প্রতিনিধি`র জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন পাঠানোর আহ্বান করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা- স্নাতক, অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার `প্রিন্ট এবং অনলাইন পোর্টাল`-এ প্রতিনিধি নিয়োগ পেতে অথবা `যেকোন বিষয়ে` আর্থিক লেনদেন না করার জন্য আগ্রহী প্রার্থীদের এবং প্রতিনিধিদের অনুরোধ করা হল।
সর্বশেষ:
রাজধানীতে বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডা প্রবাসী নারীর মরদেহ উদ্ধার পে-স্কেল না হলেও সরকারি কর্মচারীদের বেতন বাড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন বিএনপি নেতা খায়রুল কবিরের বাড়িতে আগুন নাইজেরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক আর্জেন্টিনার বিদ্যুতের ঘাটতি ৩০০০ মেগাওয়াট, সারা দেশে লোডশেডিং

আরাভ খান ও তার বান্ধবী সুরাইয়া আক্তার কেয়া পলাতক, অন্যরা জেলে

প্রতিদিনের চিত্র বিডি ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

ছবি- সংগৃহীত।

ছবি- সংগৃহীত।

 

০১৮ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খানকে খুন করার পরই ঘটনাস্থল থেকে বান্ধবী কেয়াকে নিয়ে সটকে পড়েন রবিউল ইসলাম ওরফে আপন। পরে দেশ থেকে পালিয়ে প্রথমে ভারতে যান। সেখানে আরাভ খান নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাইয়ে চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী।

 

সেই পুলিশ সদস্য হত্যা মামলার বিচার এখনো চলছে। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন করা হয়। এ মামলার বিচার শুরুর আগে থেকেই আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান ও তার বান্ধবী সুরাইয়া আক্তার কেয়া পলাতক। তবে এ মামলায় অন্য ছয় আসামি এখনো কারাগারে আটক রয়েছেন।

 

কারাগারে আটক আসামিরা হলেন—রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান।

 

সর্বশেষ পলাতক আরাভের অবস্থান দুবাই নিশ্চিত হওয়া গেলেও মামলার আরেক আসামি সুরাইয়া আক্তার কেয়া কোথায় আছেন, তা শনাক্ত করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

তদন্তকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তাদের ধারণা দেশেই রয়েছেন কেয়া। তাকে হন্যে হয়ে খুঁজছেন তারা।

 

বর্তমানে মামলাটি ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে বিচারাধীন। আলোচিত এ হত্যার বিচার শুরু হলেও সাক্ষ্য গ্রহণ আর এগোয়নি। এ হত্যা মামলার মোট ৩৮ জন সাক্ষীর মধ্যে কারোর সাক্ষ্য

 

গ্রহণ সম্পন্ন হয়নি। সর্বশেষ ২০২২ সালের ২৮ জুলাই একমাত্র মামলার বাদী জাহাঙ্গীর আলম খানের আংশিক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। জেরার পর্বও শেষ হয়নি। আগামী ২১ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য মামলাটির দিন ধার্য রয়েছে।

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত বুধবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করার পর ব্যাপক আলোচনায় আসে জুয়েলার্সের মালিক আরাভ খানকে নিয়ে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদনজগতের অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একাধিক

 

পোস্ট দিয়েছিলেন আরাভ খান। তখনই তাকে পুলিশ সদস্য হত্যা মামলার আসামি বলে শনাক্ত করে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

 

গোয়েন্দা পুলিশের তথ্যমতে, আরাভ জুয়েলার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিক আরাভ খানের আসল নাম রবিউল ইসলাম। বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় তার বাড়ি। তিনি সোহাগ মোল্লা, হৃদয় শেখ, আপন—রকম কয়েকটি নামে পরিচিত। ২০১৮ সালের ৭ জুলাই ঢাকায় পুলিশের পরিদর্শক মামুন এমরান খান খুন হন। সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন রবিউল।

 

মামলা ও নথিপত্র সূত্রে জানা যায়, নারীদের টোপ হিসেবে ব্যবহার করে বিত্তশালীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের কবলে পড়েন মামুন ইমরান খান। এরপর তাকে ধরে নিয়ে হত্যার পর পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে গাজীপুরের জঙ্গলে ফেলে দেয় হত্যাকারীরা।

 

আট বছরেও শেষ হয়নি অস্ত্র মামলা:

২০১৫ সালের ২০ জানুয়ারি রবিউল ইসলাম ওরফে ওরফে হৃদয় ওরফে আরাভ খানের বিরদ্ধে উপপরিদর্শক সুজন কুমার কুণ্ডু বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১ মার্চ আদালতে চার্জশিট দেয় পুলিশ। এ মামলায় ওই বছরের ১০ মে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে বিচার শুরু হলেও গত আট বছরে এ মামলার বিচার কাজ শেষ হয়নি। এ মামলায় ২০১৮ সালের ১৪ মার্চ আরাভ খান জামিন পান। পরে আদালত ওই বছরের ২৪ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। এ মামলায় মোট ২০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ২৮ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

 

ক্যামেরা চুরির অভিযোগ কারাগারে ছিলেন আরাভ :

২০১৭ সালে জুন মাসে এক বন্ধুর ডিএসএলআর ক্যামেরা চুরির মামলায় কারাগারে গিয়েছিলেন আরাভ খান। মামলাটি হয়েছিল রাজধানীর গুলশান থানায়। সে বছরই গ্রেপ্তার করে জেল খাটেন আরাভ। পরে জামিনে বের হয়ে আসেন। সেই মামলার বিচারকার্য এখনো চলছে। তবে এ মামলায় সাক্ষী না আসায় বিচার কাজ আটকে গেছে। ২০১৮ সালের ৭ মে আদালত আরাভ খানের উপস্থিতিতে এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। বিচার শুরুর পর ২০১৯ সালের ১৪ মে আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় ১৬ বার সাক্ষীর প্রতি সমন দেওয়া হয়। তবে ২০১৯ সালের ১৪ মে এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ হয়। তা ছাড়া আর কোনো সাক্ষ্য গ্রহণ হয়নি। গত ১৯ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১২ জুন ‍দিন ধার্য রয়েছে।

 

আয়নাবাজির মামলায় বিচার শুরুর অপেক্ষায়:

হত্যা মামলার আসামি আরাভ খান নিজের পরিবর্তে আবু ইউসুফকে আসামি হিসেবে আদালতে উপস্থাপন করেন। এরপর অন্যের রূপ ধারণ করে জামিনের জন্য আত্মসমর্পণ ও সহায়তার অপরাধে ২০২১ সালের ১ জুন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী এএসএম শাহাদাৎ আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক অনিল চন্দ্র রায় আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে মামলাটি ঢাকার মহানগর হাকিম আতাউল্লাহের আদালতে বিচার শুরুর অপেক্ষায় রয়েছে।

 

সর্বশেষ গত ২৯ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করায় আগামী ১৫ মে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন আদালত। এ মামলার আসামিরা হলেন—মো. আবু ইউসুফ, মো. রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়, জুবায়ের আহমেদ বাপ্পি, জিএম ফরহাদুল মজুমদার ও এডভোকেট শোহেল মো. ফজলে রাব্বি। এ মামলায় পলাতক আরাভ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

এই বিভাগের আরো খবর