নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেককে সংবর্ধনা
১৪ মার্চ ২০২৩, ০২:৩৪ পিএম

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
সমাজ সেবায় সফল ও শ্রেষ্ঠ মেয়র হিসেবে বিশেষ অবদানের জন্য সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কর্তৃক মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড ভূষিত হওয়ায় নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেককে নাঙ্গলকোট পৌরসভার কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারির কর্তৃক সংবর্ধনা সোমবার নাঙ্গলকোট পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হারুন রশীদের সঞ্চালনায় ও নাঙ্গলকোট পৌরসভার প্যানেল মেয়র সাদেক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু এ.আই.পি।
এসময় উপস্থিত ছিলেন;পৌর সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, আদ্রা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ কোম্পানি,জোড্ডা পূর্ব ইউপি চেয়ারম্যান নুরুল আফসার, পৌরসভা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন শিমুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক,নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তানভীর মাহবুব অন্তর,কাউন্সিল মোশারফ হোসেন, আক্তারুজ্জামান, জহির উল্লাহ সুমন, শাখাওয়াত হোসেন সুমন,শেখ রাসেল মজুমদার, জামাল হোসেন সোহাগ, শাহ খুরশিদ আলম মজুমদার, আবু জাফর,কৃষি কর্মকর্তা জোনায়েদ আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, ফরিদা আক্তার, আয়েশা বেগমসহ নাঙ্গলকোট পৌরসভার কর্মকর্তা -কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।