খাগড়াছড়ি যুবদলের সা.সম্পাদক ইব্রাহিম খলিলের অকাল মৃত্যু: জানাযায় মানুষের ঢল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ মে ২০২৩, ০৬:১৭ পিএম


খাগড়াছড়ি যুবদলের সা.সম্পাদক ইব্রাহিম খলিলের অকাল মৃত্যু: জানাযায় মানুষের ঢল

 

ল-মত নির্বিশেষে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল (৩৭)।ব্রেইন স্ট্রোকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ মে) সকাল ৬টা ৫০ মিনিটে ইব্রাহিম খলিল শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। যুবদল নেতা ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সকল স্তরের মানুষ তার রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

বিবৃতিতে নেতারা বলেন, ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে বিএনপি একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারালো।

 

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সহ হাজারো নানান পেশার মানুষ অংশ নেন।