খাগড়াছড়িতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
২৬ জুন ২০২৩, ০৬:০২ পিএম

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৫জুন) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, খেলাধুলা শরীরের রোগ প্রতিরোধ করে। শিক্ষার্থীদের খেলাধুলা করলে মনোবল শক্তি বাড়ে। বর্তমানে পার্বত্য জেলার খেলোয়াড়েরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে আগামীতে বিশ্বের যে কোন জায়গায় নাম লেখাবে।খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ও মনের সুস্থতার উপরই নির্ভর করে তার ভবিষ্যৎ জীবনের সুখ-সমৃদ্ধি। খেলাধুলা শরীর গঠনের এক অন্যতম উৎস। খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায় জীবন বিকাশের পথ, পায় জীবন সংগ্রামের দৃঢ় মনোবল। সব খেলাতেই জয়-পরাজয় থাকে। খেলাধুলা মানুষের মধ্যে জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে। জীবনকে পরিচ্ছন্ন, গতিময় ও সাবলীল করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। খেলাধুলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা শারীরিক, মানসিক এবং সামাজিক গুণাবলি অর্জন করে এবং নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তোলে।