নাঙ্গলকোটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ জুলাই ২০২৩, ০৪:৩৭ পিএম


নাঙ্গলকোটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 

নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় মৎস্য-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম চৌধুরী'র সঞ্চালনায় সভাপতিত্ব করেন; উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সামছুউদ্দিন কালু,এআইপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন; উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; পৌর মেয়র আব্দুল মালেক,প্রেসক্লাব সভাপতি মুজিবুর রহমান, দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান বাবলু, সমর চন্দ্র চক্রবর্তীসহ উপজেলা মৎস্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তন পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‍্যালি করে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয়।