দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে আ.লীগের বিক্ষোভ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ জুলাই ২০২৩, ০৬:৪৯ পিএম


দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে আ.লীগের বিক্ষোভ

 

দেশব্যাপী বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৩১ জুলাই) সকাল থেকে কর্মসূচিকে ঘিরে শহরের নারিকেল বাগান সড়কের জেলা আ’লীগের কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে বেলা ১১টায় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলের সামনে থেকে ঘুরে পুনরায় একইস্থানে শেষ হয়।

 

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেনসহ জেলা আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নেতৃবৃন্দরা জানান, বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ঠেকাতে ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় মাঠে থাকবে জেলা আওয়ামী লীগ।