নাঙ্গলকোটে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগনেতা ওবায়দুল হকের শোক র্যালী
১৬ আগস্ট ২০২৩, ০২:৩০ পিএম

১৫আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিলার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগনেতা ওবায়দুল হকের নেতৃত্বে মঙ্গলবার সকালে শোক র্যালী পৌর সদরের লোটাস চত্তর হতে মহিলা মডেল কলেজে গিয়ে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন; সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সম্পাদক,নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারী কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি ও পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ নেতা রহমত উল্লাহ রাহাত, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়সাল রানা, উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, মৌকরা ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আশিক, পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগনেতা বেলায়েত মিয়াজী, একে আজাদ,বেলাল হোসেন, আদ্রা দক্ষিন ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবলু মিয়া, আদ্রা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন, মক্রপুর ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ছায়েদুল হক, মাক্রপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগনেতা মাছুম বিলাহ, হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি জোয়েল আহম্মেদ,হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শিশির আহম্মেদ, হেসাখাল ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা মাছুম বিল্লাহ রোমন পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা জোবায়ের প্রিন্সসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।