মাদক সেবনের দায়ে আট ব্যক্তিকে জেল-জরিমানা
০২ অক্টোবর ২০২৩, ১১:০২ এএম

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জয়পুরহাটের আক্কেলপুরে গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট ও চোলাই মদ সেবনকালে আট ব্যক্তিকে জেল জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার (০১ সেপ্টেম্বর) উপজেলার আমুট্ট, হাস্তাবন্তপুর ও ভিকনী নামক স্থানে আক্কেলপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক এর সার্বিক সহযোগীতায় সহকারি উপ-পরিদর্শক আ.ন.ম হাসান সহ সঙ্গিয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালাচ্ছিলেন। অভিযান পরিচালনাকালে শ্রী মিঠুন কুমার দেবনাথ (৩০), মোঃ দুলাল মন্ডল (৩০), হারুনুর রশিদ বাবলু (৪০), মোঃ মেহেদী হাসান (৪০), মোঃ মানিক হোসেন (২৬), মোঃ পিয়াস মন্ডল (৩৫), রুবেল পাহান (২৯), মোঃ মিজানুর রহমান(৩২) এদের কাছ থেকে মাদক দ্রব্য গাঁজা ৩০গ্রাম ও চারটি টাপেন্টাডল ট্যাবলেট ৫শ গ্রাম চোলাই মদ উদ্ধার করেন।
উদ্ধার শেষে রাত্রি ৮টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শ্রী মিঠুন কুমার দেবনাথকে ১শত ৫০টাকা ও ২মাস, মোঃ দুলাল মন্ডলকে ৫শত টাকা ও ১মাস, হারুনুর রশিদ বাবলুকে ৯ হাজার টাকা ও ৭দিন, মোঃ মেহেদী হাসানকে ২হাজার টাকা ও ১মাস, মোঃ মানিক হোসেনকে ১শত টাকা ও ৬ মাস, মোঃ পিয়াস মন্ডলকে ২ হাজার টাকা ও ১ মাসের, রুবেল পাহানকে ৩ হাজার টাকা ও ৭ দিন, মোঃ মিজানুর রহমানকে ১শত টাকা জরিমানা ও ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।