কুড়িগ্রামে ৯৫ পিস ইয়াবাসহ ৩ জন কুখ্যাত মাদক কারবারি হাতেনাতে গ্রেফতার

হরেন্দ্রনাথ বর্মন

১৭ অক্টোবর ২০২৩, ১২:১৩ পিএম


কুড়িগ্রামে ৯৫ পিস ইয়াবাসহ ৩ জন কুখ্যাত মাদক কারবারি হাতেনাতে গ্রেফতার

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' এরই ধারাবাহিকতায় রৌমারী থানা পুলিশ কর্তৃক গত ১৬ অক্টোবর ২০২৩ তারিখ বিকেল আনুমানিক ১৭.১৫ ঘটিকা সময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানাধীন যাদুরচ ইউনিয়নের গোলাবাড়ী এলাকা থেকে একই গ্রামের  কুখ্যাত মাদক কারবারি মোঃ রাশেদুল ইসলাম (২৫), ধর্মপুর গ্রামের মোঃ রুবেল মিয়া (১৯), নতুন শৌলমারী গ্রামের মোঃ মজুমদার @ মজু মিয়া (২৫) দেরকে ৯৫  পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

 

এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকর টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

Ads