টঙ্গীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
১৯ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

ছবি- সংগৃহীত।
বিএনপি জামায়াতের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গীতে শান্তি সমাবেশ করা হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটায় চেরাগআলীর এলাকায় ট্রাক স্ট্যান্ডে এ শান্তি সমাবেশের আয়োজন করে টঙ্গী পুর্ব ও পশ্চিম থানা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো, রজব আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্যর দেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যুবলীগের কেন্দ্রীয় নেতা রুহুল আমীন, গাজীপুর মহানগর যুবলীগের এক নং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ৫৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নজরুল ইসলাম, পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এম এম হেলাল উদ্দিন, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিরল ওসমান গনি কাজল, গাসিক সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখি সরকার, ৪৩ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য সচিব আজমেরি খান টুটুল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ, ট্রাক মালিক সমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন,
গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীরা এ শান্তি সমাবেশে যোগদান করে।
নেতাকর্মীরা বলেন, গাজীপুরের ৫টি আসনই জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। গাজীপুর ২ আসনে জাহাঙ্গীর আলমকে নৌকা উপহার দেওয়া হয় তাহলে তাকে বিপুল ভোটে বিজয়ী করে উপহার দেওয়া হবে। বিশাল সমাবেশই প্রমান করে জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তা। সমাবেশে ইতিহাস রচনা করা হয়েছে। জনগন দেখিয়ে দিয়েছে জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তা। বস্তিবাসীকে টেন্ডারের মাধ্যমে উঠিয়ে দিতে চায় আওয়ামীগের টঙ্গীর কিছু নেতা। টঙ্গীতে যা উন্নয়ন মুলক কাজ হয়েছে তা শেখ হাসিনা করেছেন। সন্ত্রাসী, মাদক ও ছিনতাইকারিদের কাছে মাথা নত করা হবে না। দাসক্তের এই শৃঙ্খল থেকে গাজীপুর ২ আসনকে মুক্তি করে ছাড়বো।
শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম বলেন, যারা রোড বন্ধ করে আমার বিরুদ্ধে জেতার মিছিল করিয়েছে। ট্রাক টার্মিনাল টি এ আমার মা মেয়র জায়েদা খাতুনের পক্ষ থেকে বছরের মধ্যেই কাজ ধরা হবে। ৫০ বছরের গাজীপুরের ইতিহাস আপনারা দেখেছেন। এই ৫০ বছরের গাজীপুরের একটি ট্রাক টার্মিনাল করতে পারেনি যারা নির্বিচিত ছিলেন। আপনারা জানেন আমার বিরুদ্ধে যে অত্যাচার করা হয়েছে। বড় বড় বক্তব্য দেন কিন্তু বাস্তবে সেটা সমাধান করেননি। সরলতা পেয়ে বুকে বুলেট ছুড়ে দিয়েছেন। কিছু বলি নাই সব কিছু নিরবে মেনে নিয়েছি।