টঙ্গী প্রেসক্লাবে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২১ মার্চ ২০২৩, ০৪:৩৯ পিএম

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
গাজীপুরে ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯শে মার্চ রবিবার সন্ধ্যায় টঙ্গী প্রেসক্লাব হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি আলমগীর শিকদারের সভাপতিত্ব ও দৈনিক খবরপত্র পত্রিকার টঙ্গী প্রতিনিধি বশির আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: হাসান উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী পশ্চিম থানা যুব লীগের সভাপতি প্রার্থী মোহাম্মদ আক্তার সরকার, ৫১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী মো: জালাল মাহমুদ টুটুল, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরোজ সরদার ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার খান, ৪৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রায়হান সরদার, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রেজাউল কবির রাজিব, আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি শেখ রাজীব হাসান, এশিয়ান টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি আরিফ চৌধুরী, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার টঙ্গী প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি টিটন কুমার ঘোষ, কাজী জীবন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।