এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৮ সিনেমা
২১ এপ্রিল ২০২৩, ০৪:১৪ পিএম

দীর্ঘ ১ মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার পর শনিবার (২২ এপ্রিল) ঈদের আনন্দে ভাসবে সবাই। ঈদের সে আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিনেমাহলগুলোতে মুক্তি পেতে চলেছে সর্বমোট ৮ টি ঢাকাই সিনেমা।
ঈদে মুক্তি পাওয়া ৮ সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খান-বুবলীর ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’। সিনেমাটি মুক্তি পেতে চলেছে ১০০টি প্রেক্ষাগৃহে।
দ্বিতীয় মুক্তি পাওয়া সিনেমাটি হলো বাপ্পী-মিতু অভিনীত ‘শত্রু’। সিনেমাটি ৩৩ টি সিনেমা হলে মুক্তি পাবে। এদিকে ২৭ টি সিনেমা হলে মুক্তি পাবে অনন্ত-বর্ষা অভিনীত সিনেমা ‘কিল হিম’।
ঈদে মুক্তি পাওয়া সিনেমার তালিকায় চতুর্থ সিনেমা রোশান-ববির ‘পাপ’এবং পঞ্চম সিনেমাটি হলো সজল-পূজার ‘জ্বীন’ সিনেমাটি। এ দুটি ছবিই ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
৬ষ্ঠ এবং সপ্তম সিনেমার নামের মধ্যে রয়েছে আদর-বুবলীর আলোচিত ‘লোকাল’ এবং জয়-অপুর ‘প্রেম প্রীতির বন্ধন’। এ দুটি সিনেমাই দর্শকরা দেখার সুযোগ পাবে ১০ টি প্রেক্ষাগৃহে।
ঈদে মুক্তি পাওয়া অষ্টম সিনেমাটির নাম ‘আদম’। এ সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ ও ঐশী। ঈদের আনন্দকে বাড়াতে ৫ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ সিনেমাটির।