উখিয়ায় রোহিঙ্গা শিবিরে গোলাগুলি, নিহত ১
১৯ জুন ২০২৩, ০৬:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় আরসা ও আরএস এর মধ্যে গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়ার পূর্ব দরগাহবিলে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম ইমান হোসেন (১৮)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর ব্লক এফ/১৪ সিরাজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এ আরসা ও আরএস এর মধ্যে গোলাগুলি হয়। এ সময় ইমান হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।