পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
২০ জুন ২০২৩, ০৫:৩৯ পিএম

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভার ব্যাট করে মাত্র ৫৯ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। এত অল্প সংগ্রহ নিয়েও পাকিন্তান নারী ‘এ’ দলকে রুখে দিয়েছে টাইগ্রেসরা। নাহিদা-মারুফাদের বোলিং নৈপুণ্যে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পা রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা।
হংকংয়ে মঙ্গলবার (২০ জুন) ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে লতা মণ্ডলরা। ৬০ রান তাড়ায় নেমে ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রানে থেমেছে প্রতিপক্ষের ইনিংস।
বল হাতে এদিন নৈপুণ্যে দেখিয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। যদিও রান তাড়ায় নেমে শুরুটা ভালো ছিল পাকিস্তানের মেয়েদের। ৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়েই ২৬ রান তুলে নেয় তারা। এরপর দৃশ্যপটে হাজির রাবেয়া। তার বলে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে নাহিদার হাতে ধরা পড়েন পাক ওপেনার আয়মান ফাতিমা। তিনি ১৫ বলে ১৮ রান করেন।
পরের ওভারে সুলতানা খাতুন এসে মাত্র ৩ রান খরচ করেন। তাতে কিছুটা চাপে পড়ে প্রতিপক্ষ। ষষ্ঠ ওভারে এসে চাপ আরও বাড়ান নাহিদা। ৪ রান দিয়ে তুলে নেন শাওয়াল জুলফিকারের উইকেট। ১৫ বলে ১১ রান আসে তার ব্যাট থেকে। শেষ ৩ ওভারে জয়ের জন্য পাকদের প্রয়োজন পড়ে ২৭ রান। রাবেয়া আবারো আক্রমণে এসে ৭ রান দিয়ে তুলে নেন সাদাফ শামাসের উইকেট। তার ব্যাট থামে ১০ বলে ৮ রান করে। অষ্টম ওভারে মারুফা এসে ৭ রান দিয়ে তুলে নেন নাতালিয়া পারভেজের উইকেট। তাতে শেষ ওভারে জয়ের জন্য প্রতিপক্ষের প্রয়োজন পড়েন ১৩ রান।
কিন্তু আক্রমণে আসা সানজিদা আক্তার মেঘলার বলপ্রতি ১ রানের বেশি তুলতে পারেননি ক্রিজে থাকা দুই পাক ব্যাটার ফাতিমা সানা ও সৈয়দা আর্নুব শাহ। তাতে ৬ রানের জয় নিশ্চিত করে ফাইনালে পা রাখে বাংলাদেশ। ফাইনালে আগামীকাল টাইগ্রেসদের প্রতিপক্ষ ভারত।
এর আগে বৃষ্টির কারণে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ যথাসময়ের মাঠে গড়ায়নি। বৃষ্টি যখন থামে তখন খেলা নির্ধারিত হয় ৯ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রান তুলতেই প্রথম ৬ ব্যাটারকে হারায় টাইগ্রেসরা। দুই ওপেনার সাথী রানি ও দিলারা ৪ রান করে আউট হওয়ার পর, পরের দুই ব্যাটার সোবানা মোস্তারি ও লন্ডা মণ্ডল আউট হন শূন্য রানে। এরপর স্বর্ণা আক্তার ৪ রান করে আউট হলে দলের হাল ধরেন রাবেয়া ও নাহিদা। দুজনের ৩৭ রানের জুটিতে সম্মানজনক পুঁজি পায় টাইগ্রেসরা। রাবেয়া ২০ বলে ১০ ও নাহিদা ১৬ বলে ২১ রান করেন।