ঈদের দিন কাঁচামরিচ ২০০ টাকা কেজি, পরের দিন ৬০০

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ জুন ২০২৩, ০২:৫৭ পিএম


ঈদের দিন কাঁচামরিচ ২০০ টাকা কেজি, পরের দিন ৬০০

 

কুষ্টিয়ার খোকসায় ঈদের দিন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২০০ টাকা। ঈদের পরের দিন (শুক্রবার) খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে।  

 

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার উপজেলা সদরে খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়। শুক্রবার তা বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে।


খুচরা ব্যবসায়ীরা জানান, ঈদের দিন ২০০ টাকা করে মরিচ বিক্রি করেছিলাম। আজ সকালে ৫২০ টাকা কেজি কিনেছি। এখন ৬০০-৬৫০ টাকা করে বিক্রি করতে হচ্ছে। যেমন কেনা, তেমন বিক্রি। 

 

কাঁচামালের আড়তদার বলেন, খরার কারণে মরিচের উৎপাদন কম হয়েছে। ঈদের জন্য মোকাম থেকে মরিচ আসেনি। ছেলেকে কাঁচামরিচ কিনতে ফরিদপুর পাঠিয়েছিলাম। সেখান থেকে এক বস্তা কিনে এনেছি। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস মোবাইল ফোনে বলেন, পত্রিকায় কাঁচামরিচের বিভিন্ন দাম দেখছি। খোঁজ নেওয়া হবে।