প্রথমবারের মতো ভারতীয় ওয়েব সিরিজে চঞ্চল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ জুলাই ২০২৩, ০১:০৬ পিএম


প্রথমবারের মতো ভারতীয় ওয়েব সিরিজে চঞ্চল

অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী।

 

নপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। তার অভিনয়ের দ্যুতি দেশ পেরিয়ে ছড়িয়ে গেছে ভারতেও। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে তিনি বেশ জনপ্রিয়। সেখানে দেশি সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তির কারণেই তার এ খ্যাতি।

 

এতদিন বাংলাদেশি ওয়েব সিরিজে তার অভিনয় দেখলেও পশ্চিমবঙ্গের দর্শকরা তাদের দেশি কাজে চঞ্চলের উপস্থিতি পাবেন। সম্প্রতি কলকাতার ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন চঞ্চল। নাম ‘গণদেবতা’।

 

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘গণদেবতা’ ও ‘পঞ্চগ্রাম’ উপন্যাসের ওপর ভিত্তি করেই সিরিজটি নির্মাণ করবেন কমলেশ্বর মুখার্জি।

 

জানা গেছে, এখন চিত্রনাট্য সাজানোর কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু হবে। সিরিজে চঞ্চলের সঙ্গে দুর্গা চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী অরুণিমা ঘোষকে। সিরিজটি কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে, তা এখনো জানানো হয়নি।

 

প্রসঙ্গত, নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় কালজয়ী চলচ্চিত্রকার মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এরমধ্যেই সিনেমাটি শুটিং শেষ হয়েছে। তবে সিনেমাটি মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।