মির্জাপুরে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরির পর দুই চোর আটক
২২ জুলাই ২০২৩, ০৪:১১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন এলাকা থেকে এক বছরে প্রায় অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরির ঘটনার পর দুই চোরকে আটক করেছে এলাকাবাসী।শুক্রবার উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার বেরামুলা গ্রামের শামীম মিয়া(৩৫) ও বেলকুচি উপজেলার চালাউবিশপাড়া গ্রামের মিলন মিয়া(২০)।
জানা যায়,তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি করে আসছিলো।শুক্রবার উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করেন।পরে পুলিশ খবর পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।গোড়াই পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. সোহেল মিয়া জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্ররা ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করছেন।এ চুরির ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকে আটক করা হবে। দুজনকে আটকের পর তাদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়েরের পর শনিবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।