রাজবাড়ীতে মেয়র নজরুল মন্ডলের শাস্তি চেয়ে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৩ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম


রাজবাড়ীতে মেয়র নজরুল মন্ডলের শাস্তি চেয়ে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত

 

রাজবাড়ীতে গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল কর্তৃক সাংবাদিকদের অশ্লীল ও কুরুচিপূর্ণ গালিগালাজের প্রতিবাদে রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। গত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে গোয়ালন্দের পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় জুতা পায়ে ও মুখে সুখের হাসিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবং সেই বিষয়ে জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রচার হয়। এতে ক্ষিপ্ত হয়ে গোয়ালন্দের পৌর মেয়র সাংবাদিকদের অশ্লীল ও কুরুচিপূর্ণ গালিগালাজ করে এবং সেই সাথে দেখে নেওয়ার হুমকি ধামকি প্রদান করে। এরই প্রতিবাদে রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসকের হাতে স্বারক লিপ পেশ করেন।

Ads