‘বিশ্বনেতারা অযাচিতভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছেন’
২৯ আগস্ট ২০২৩, ১১:৪৫ এএম

দুদকের প্রধান কৌসুলি খুরশিদ আলম খান। ছবি- সংগৃহীত
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম স্থগিত করতে প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের দেয়া চিঠিকে বাংলাদেশের বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করেছন মামলা সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।
মঙ্গলবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় ড. ইউনূসের মামলার বিষয়ে বিশ্বনেতাদের মাতামাতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন, বিশ্ব নেতারা বাংলাদেশের আইন, বিচার বিভাগকে না জেনে, পর্যালোচনা না করে অযাচিতভাবে বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন। তারা আদালতে ড. ইউনূসের মামলা নিয়ে এত মাতামাতি করছেন কেন আমার বুঝে আসে না।
বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ না করার অনুরোধ জানিয়ে বিশ্ব নেতাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান খুরশীদ আলম খান। বলেন, বাংলাদেশে আসুন, দেখুন কত স্বচ্ছতার সাথে ড. ইউনূসের মামলার বিচারকাজ চলছে। শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ করবেন না।
এর আগে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দেন ১৭৫ জন বৈশ্বিক নেতা। সোমবার (২৮ আগস্ট) প্রকাশিত সেই চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি তাকে (ড. ইউনূস) লক্ষ্যবস্তুতে পরিণত করায় আমরা উদ্বিগ্ন এবং এটি তাকে বিচারিকভাবে হেনস্তা করার একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে আমাদের বিশ্বাস।’
এর আগে গত রোববার (২৭ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের আচরণের বিষয়ে উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান দেশের ৩৪ জন বিশিষ্ট নাগরিক। একইদিন ইউনূস সেন্টার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার একটি বিবৃতি প্রকাশ করে। ওবামার বিবৃতিতে ১৭ আগস্ট উল্লেখ করা থাকলেও ইউনূস সেন্টার সেটি প্রচার করে দশদিন পর। অনেকেই বলছেন, বিচার প্রক্রিয়ার ওপর পরোক্ষে প্রভাব বিস্তারের লক্ষ্যেই ইউনূস সেন্টার এমনটা করেছে।
বিশ্লেষকরা বলছেন, প্রফেসর ইউনুসের নোবেল পুরষ্কার এবং যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ সন্মাননা পাওয়ার বিষয়গুলো সামনে এনে দেশি বিদেশি এক শ্রেণির সুশীল বলার চেষ্টা করছেন- প্রফেসর ইউনুস যা-ই করে থাকুন না কেনো- তা বিচারের ঊর্ধ্বে। কিন্তু বাংলাদেশসহ পৃথিবীর সব আইনে সকল নাগরিকের জন্য আইন সমান- ইচ্ছাকৃতভাবেই সেটি ভুলে গিয়ে শুধু বন্ধুত্ব রক্ষায় ইউনূসের পক্ষে অন্যায্য সাফাই দেয়ার চেষ্টা করছেন।