ড. ইউনূসকে হয়রানি করতে মামলা হয়নি- বিদেশিদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী
৩১ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ড. ইউনূসকে আমরা শ্রদ্ধা করি। তিনি বাংলাদেশের জন্য নোবেল ও সুনাম বয়ে এনেছেন। বিশ্বনেতারা অনেকে মনে করছেন ড. ইউনূসকে হয়রানির জন্য মামলা করা হচ্ছে। আদতে তা সত্য নয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফরের জন্য কার্টেন-রেজার (প্রেস ব্রিফিং)-এ এসব কথা বলেন তিনি।
আব্দুল মোমেন বলেন, ‘ড. ইউনূসের কোম্পানি ট্যাক্স ফাঁকি দিয়েছে, শ্রমিকদের টাকা দেয়নি। এটা নিয়ে মামলা হয়েছে। এখানে সরকারের কিছু নেই। এটি আদালতের বিষয়। যারা তার পক্ষে চিঠি লিখেছেন তারা সম্ভবত এসব বিষয়ে জানেন না। যদি তারা জানতে চান আমরা জানানোর ব্যবস্থা করব।’
আগামী ৫-৭ সেপ্টেম্বর আসন্ন ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অংশ নেবেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে। মালয়েশিয়া, পূর্ব তিমুরসহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমাদের রাষ্ট্রপতির আলোচনা হবে।’
ড. ইউনূসের মামলার বিষয়ে বিশ্বের বড় বড় নেতার কাছে তথ্যের গ্যাপ আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘আমাদের দেশের আইনব্যবস্থা খুব স্বচ্ছ ও স্বাধীন। বিদেশি নেতারা যদি বলে মামলা তুলে নিতে, তাহলেও আমাদের আদালতকে প্রভাবিত করার ক্ষমতা নাই।’