দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ

বিনোদন ডেস্ক

১৬ অক্টোবর ২০২৩, ০৬:১৩ পিএম


দ্বিতীয় সন্তানের বাবা হলেন জিৎ

ছবি- সংগৃহীত।

 

দ্বিতীয় সন্তানের বাবা হলেন টালিউড অভিনেতা জিৎ। সোমবার (১৬ অক্টোবর) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবর নিশ্চিত জানিয়ে একটি পোষ্ট করেছেন অভিনেতা নিজেই।

 

সুখবর দিয়ে জিৎ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’ এমন সুখবর শুনে জিৎকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা। এ ছাড়া অভিনেতার ভক্তরাও তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

 

এর আগে সেপ্টেম্বর মাসেই স্ত্রীর অন্তঃসত্ত্বা ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন জিৎ।

 

২০১১ সালে লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন জিৎ। তাদের মেয়ের নাম নবন্যা। এবার জিৎ-মোহনার কোলে এল রাজপুত্র।

 

জিৎ-কে শেষ দেখা গিয়েছে চেঙ্গিজে। যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় একসঙ্গে, গোটা দেশ-জুড়ে। এরপর তাকে দেখা যাবে ব্যুমেরাং, মানুষ-এর মতো ছবিতে। 

Ads