পুতিনকে ‘হত্যাচেষ্টা’: রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে ২০২৩, ০১:২৪ পিএম


পুতিনকে ‘হত্যাচেষ্টা’: রাশিয়ার হুঁশিয়ারি

ছবি- সংগৃহীত।

 

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গত মঙ্গলবার রাতে মস্কোর ক্রেমলিনে দুটি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। রাশিয়া এ হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের চেষ্টা হিসেবে দেখছে।

 

তবে ইতিমধ্যে এ হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে এরই মধ্যে এ হামলার পাল্টা জবাব দেওয়া হবে হুমকি দিয়েছে রাশিয়া। খবর তাস ও বিবিসির।
 

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ গতকাল বুধবার বলেছেন, সময়সাপেক্ষে এ হামলার জবাব দেওয়া হবে। তিনি বলেছেন, হোয়াইট হাউজ, ক্যাপিটল বা পেন্টাগনে ড্রোন হামলা হলে আমেরিকানরা কী প্রতিক্রিয়া জানাতো? যেকোনো রাজনীতিবিদের পাশাপাশি একজন নাগরিকের উত্তর হবে- এর জবাব অনিবার্য ও কঠোরভাবে দেওয়া হবে।
 

‘রাশিয়া এই দাম্ভিক ও সন্ত্রাসী হামলার জবাব দেবে। যখন আমরা মনে করব এর জবাব দেওয়া দরকার তখনই দেব’, বলে রাশিয়ান রাষ্ট্রদূত।

 

এর আগে ক্রেমলিন জানায়, যে দুটি ড্রোনের সাহায্যে এই হামলা চালানোর চেষ্টা করা হয়, সেগুলোকে রুশ প্রতিরক্ষা বাহিনী আকাশেই ধ্বংস করে দিয়েছে।

 

পুতিনের মুখপাত্র বলেন, পুতিন ক্রেমলিনে ছিলেন না এবং হামলায় ভবনের কোনো ক্ষতি হয়নি।

 

এক বিবৃতিতে ক্রেমলিন বলছে, গত রাতে কিয়েভ সরকার রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের বাসভবনে চালকবিহীন বস্তু দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করেছে।