মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে ২০২৩, ১০:৩১ এএম


মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

ছবি- সংগৃহীত।

 

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ তামাউলিপাসের হাইওয়েতে ট্রাক্টর ট্রেলারের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ বলেছে।

 

তামাউলিপাসের জননিরাপত্তামন্ত্রী বলেছেন, প্রাদেশিক রাজধানী সিউদাদ ভিক্টোরিয়া থেকে প্রায় আধা ঘণ্টা দূরত্বে হাইওয়েতে দুই গাড়ির মধ্যে এই সংঘর্ষ হয়। এতে যান দুটিতে আগুন ধরে যায়।

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দেখে, ট্রেলারটি বহনকারী ট্রাকটি ঘটনাস্থল নেই। তামাউলিপাস প্রসিকিউটর অফিসের একটি সূত্র বলেছে, তদন্তকারীরা আসলে নিশ্চিত নয় ট্রাকের চালক দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি পালিয়ে গেছেন।

 

ওই সূত্রটির ধারণা, ভ্যানের যাত্রীরা কোনো বেসরকারি পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে শিশুও ছিল। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহত সবাই মেক্সিকোর নাগরিক ছিলেন।