ফের সেনাবাহিনীকে নিয়ে ‘বোমা ফাটালেন’ ইমরান
০৪ জুন ২০২৩, ০৫:২৮ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের ফের একহাত নিয়েছেন। ইমরান খান দাবি করেছেন, পরবর্তী নির্বাচনে তার দলকে জয় থেকে রুখে দিতে চায় পাকিস্তানের সামরিক এস্টাব্লিশমেন্ট।
গত শুক্রবার ব্লুমবার্গকে লাহোরের বাসভবন থেকে সাক্ষাৎকার দিয়েছেন পিটিআই প্রধান। সাক্ষাৎকারে তিনি জানান, সরকার ও সামরিক বাহিনীর লোকেরা দলের সমর্থকদের গ্রেপ্তার করছে। এর মাধ্যমে তারা পিটিআইকে ধ্বংস করতে চায়।
ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে আকস্মিকভাবে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান ইমরান খান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআই-এর সমর্থকরা দেশটির সরকারি ও বিশেষ করে সামরিক স্থাপনার ওপর ব্যাপক তাণ্ডব চালায়। এরপর থেকে ইমরান খানের সমর্থকদের ধরপাকড় চলছে।
তবে সাক্ষাতকারে ইমরান খান দাবি করেছেন, এসব হামলা তার সমর্থকরা চালায়নি। তিনি এনিয়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। জানান, এই ঘটনার মাধ্যমে তারা নজিরবিহীন ধরপাকড় শুরু করেছে।
পিটিআই প্রধান বলেন, এটা নির্ভর করছে এস্টাব্লিশমেন্টের মনোভাবের ওপর যে পিটিআই আর নির্বাচনে জিততে পারবে না- এই ব্যাপারে তারা নিশ্চিত হলে তারা নির্বাচনের ঘোষণা দেবেন।
ইমরান খানের এসব অভিযোগের ব্যাপারে দেশটির ক্ষমতাসীন সরকারের প্রতিনিধি ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের কাছে মন্তব্য চেয়েছে ব্লুমবার্গ। তবে কেউ এসব নিয়ে মন্তব্য করেনি বলে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে।
গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যাকে অনাস্থা ভোটের মাধ্যমে গদি হারাতে হয়েছে। গদিচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন ইমরান।