মারা গেলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনি

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন ২০২৩, ০৩:২২ পিএম


মারা গেলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনি

 

তালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি মারা গেছেন। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৬ বছর।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী। গত শুক্রবার দেশটির বিলিনিয়র এ ব্যবসায়ীকে মিলান হাসপাতালে ভর্তি করা হয়। তার সহযোগীরা জানান, লিউকেমিয়া সংক্রান্ত পূর্ব-পরিকল্পিত পরীক্ষার জন্য বেরলুসকোনিকে ভর্তি করা হয়েছিল।

 

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সিলভিও বেরলুসকোনির মৃত্যুতে বিশাল শূন্যতা তৈরি হয়েছে কারণ তিনি একজন মহৎ ব্যক্তি ছিলেন। তিনি আরও বলেছেন, আমি তাকে অনেক ভালোবাসি।