মুসলমানেরা কোরআন অবমাননা সহ্য করবে না: ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই ২০২৩, ১২:২৬ পিএম


মুসলমানেরা কোরআন অবমাননা সহ্য করবে না: ইরানি প্রেসিডেন্ট

 

কোরআন অবমাননা নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, পবিত্র কোরআন অবমাননার অর্থ হচ্ছে গোটা মানবতা ও ইসলামি মূল্যবোধের অবমাননা। মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না।

 

গতকাল শুক্রবার ইরানের রাফসানজান শহরে জুমার নামাজে অংশ নিয়ে এসব মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, শুধু মুসলমান নয়, যারাই ঐশী ধর্ম মানেন তারাই কোরআন অবমাননার ঘটনায় কষ্ট পেয়েছেন। কোরআন অবমাননার মাধ্যমে গোটা মানবতাকেই অপমান করা হয়েছে।


এ ছাড়া রায়িসি বলেন, বিশ্বের সব প্রান্তের মুসলমানেরাই এই অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছেন।

 

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বাক ও চিন্তার স্বাধীনতার কথা বলে এ ধরণের কাজ করছে। আসলে তাদের এসব অপকর্ম থেকে এটা স্পষ্ট যে, তারা মানুষের স্বাধীনতার বিরোধী। তারা বাক ও চিন্তার স্বাধীনতার যে শ্লোগান দিচ্ছে তা মিথ্যাচার।


ঈদের দিনে সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। এর প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসে এক দল লোকের জোর করে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।

 

অন্যদিকে তুরস্ক, মিশর ও সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

Ads