মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৭
০৬ জুলাই ২০২৩, ১০:৩৪ এএম

মেক্সিকোয় পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (৫ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় অক্সাকাতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর এএফপি।
ওক্সাকার প্রসিকিউটর বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা টেলিফোনে এএফপিকে জানান, প্রাথমিকভাবে ২৭ জনের নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১৭ জনকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে শুরুতে এ দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয় বলে জানান রদ্রিগেজ।
দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, আহত অন্তত ছয়জন অচেতন ছিলেন এবং তাদের অবস্থা গুরুতর।
মেক্সিকোর রাষ্ট্রীয় কর্মকর্তা জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে বলেন, গাড়ির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন... এবং দুর্ভাগ্যবশত এটি ২৫ মিটার (৮০ ফুট) বেশি গভীর খাদে পড়ে যায়।