আল শিফা হাসপাতালে বেঁচে নেই বেশীরভাগ আইসিইউ রোগী

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২৩, ১০:৫৪ এএম


আল শিফা হাসপাতালে বেঁচে নেই বেশীরভাগ আইসিইউ রোগী

ছবি- সংগৃহীত।

 

ত তিনদিন ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার অভ্যন্তরে ও বাইরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটি পুরোপুরি অবরুদ্ধ করার কারণে নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ)প্রায় সব রোগীরই মৃত্যু হয়েছে।

 

অবরুদ্ধ হাসপাতালটিতে বিদ্যুৎ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটে চারটি প্রিম্যাচিওর শিশুসহ আইসিইউর ৪০জন রোগী মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরা।

 

এর আগে গতকাল শুক্রবার আল শিফার পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছিলেন যে আইসিইউর বেশীরভাগ রোগীই আর বেঁচে নেই।

 

তিনি আরও জানিয়েছিলেন, রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেওয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালে আটকা পড়েছে। ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেওয়ায় হাসপাতালটি একটি ‘বড় কারাগার’ এবং ‘গণকবর’ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

 

গাজার সবচেয়ে বড় হাসপাতালটির মৌলিক প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির পাশাপাশি পানির চরম সংকট দেখা দিয়েছে। কারণ ইসরায়েলি সেনারা হাসপাতালটির প্রধান পানির সংযোগ ধ্বংস করে দিয়েছে বলেও জানান সালমিয়া।

 

এদিকে, হাসপাতালের অবস্থা নিষ্ঠুর ও বেদনাদায়ক বলে উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালকে ইসরায়েলি বাহিনী তাদের ঘাঁটি বানিয়ে ফেলেছে।

Ads