রামগড়ে শ্লীলতাহানির দায়ে দুই বখাটের কারাদন্ড

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৮ অক্টোবর ২০১৯, ১২:০৪ পিএম


রামগড়ে শ্লীলতাহানির দায়ে দুই বখাটের কারাদন্ড

রামগড়ে দুর্গাপুজায় বেড়াতে আসা যুবতী নারীদের শ্লীলতাহানির দায়ে দুই বখাটেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
 
বখাটেরা হলেন- সুকেন্দ্রাই পাড়া এলাকার তপন ত্রিপুরার ছেলে সাগর ত্রিপুরা(২২), ও বল্টুরামটিলার  মৃত-আবুল কালাম এর ছেলে জাহাঙ্গীর আলম(২২)নামে দুই বখাটে কে শ্লীলতাহানির অভিযোগের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় প্রত্যেক কে ২(দুই)মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সরওয়ার উদ্দিন।

জানা গেছে- গত রাত ১০টায় দুর্গাপুজা উপলক্ষে বেড়াতে এসে দুর্গাবাড়ী সংলগ্ন ডেবার পাড় পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।

অপরদিকে-রামগড়ে ভুয়া জন্ম সনদ বানিয়ে মেয়ের বিয়ে দেয়ার চেষ্টাকালে বাবাকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়, সোমবার দুপুরে রামগড় পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ী এলাকায় ৭ম শ্রেনীর নাবালিকা মেয়েকে ভুয়া জন্ম সনদ বানিয়ে বয়স বাড়িয়ে বিয়ে দেয়ার চেষ্টাকালে মো.শাহজাহান (৫০) কে বাল্য বিবাহ আইন ২০১৭ এর ৮ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার উদ্দিন।

 

Ads