সাতক্ষীরায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
৩০ জুলাই ২০২৩, ০৪:৫২ পিএম

সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।
রোববার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহযোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, সাতক্ষীরায় ২০১৩ সালে জামাত-বিএনপি সংখ্যায় বেশী ছিলো। বর্তমানে আওয়ামী লীগ অনেক বেশী শক্তিশালী। পূর্ব ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। তাদের নৈরাজ্যকে প্রতিহত করার সময় এসেছে। সেজন্য সকলকে চোখ কান খোলা রেখে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর-০২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।