এমরান সালেহ প্রিন্স ৩ দিনের রিমান্ডে
০৫ নভেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

ছবি- সংগৃহীত।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামির পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
আদালতের পল্টন মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।