খেলা হবে অক্টোবরে, খেলা হবে জানুয়ারীর প্রথম সপ্তাহে- কাদের
২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, ডিসেম্বরে। খেলা হবে অক্টোবরে। খেলা হবে জানুয়ারীর প্রথম সপ্তাহে। এক তৃনমুল হয়েছে, সামনে আরো তৃনমুল আসছে।
বুধবার বিকেল ৫টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামীলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা দখল কে করবে সময় বলবে। তিনি বলেন, ফখরুল ইদানিং কান্নাকাটি করছেন। এত কান্না কোথা থেকে আসে উল্লেখ করে তিনি বলেন, ৪৮ মিনিটও খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারলেন না।
আমেরিকাকে ইঙ্গিত করে তিনি বলেন, আগে নিজের ঘর সামলান। ট্রাম্পকে সামলাতে পারেন না আবার আমাদের সামলাবেন কি করে। নিজের ঘরের আগুন নেভানোর আহবান জানান তিনি।
চলতি মাসের ২৮ তারিখ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হবে জানিয়ে কাদের বলেন, উন্নয়নের প্রতীক নৌকা। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে তিনি সকলের সমর্থন কামনা করেন।
সমাবেশে সভাপতিত্বে করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এডভোকেট আজমত উল্লাহ খান। অনুষ্ঠান উপস্থাপনা করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আতাউল্লাহ মন্ডল।
সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি এমপি গাজীপুর-৪, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল- আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও মির্জা আজম এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর-১, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি গাজীপুর-২, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম সামসুন নাহার ভুঁইয়া।