বিএনপি কার্যালয়ে সেই ব্যক্তি মার্কিন দূতাবাসের কেউ নয়

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৩, ১০:৫৩ পিএম


বিএনপি কার্যালয়ে সেই ব্যক্তি মার্কিন দূতাবাসের কেউ নয়

বিএনপির রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পাশে বসা ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা বলে প্রচারনাকে নাকচ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘এ ধরনের তথ্য পুরোপুরি অসত্য।’

প্রসঙ্গত, ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা পর দলটির নেতৃবৃন্ধসহ ওই কথিত ব্যক্তিকে সাংবাদিকদের সামনে ইংরেজিতে কথা বলতে দেখা যায়।

স্টিফেন ইবেলি বলেন, ‘ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি সরকার সংশ্লিষ্ট কেউ নন।’

এর আগেই ইশরাক হোসেনের সঙ্গে ওই ব্যক্তির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যা নিয়ে হৈচৈ শুরু হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, গোলাপি রঙের শার্ট পরিহিত এক ব্যক্তি ইংরেজিতে কথা বলছেন। পাশে বসে আছেন ইশরাকসহ কয়েকজন।

বিএনপি কার্যালয়ে এই ব্যক্তি কে?

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, তারাও এমন কিছু জানেন না বলে নিশ্চিত করেন।
 

Ads