মেয়েদের শীত ফ্যাশনে জিন্স
স্বাস্থ্য সৌন্দর্য্য ডেস্ক
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ১১:০২ এএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

মডেল - জিন্নাত রহমান আঁখি
শীত-গ্রীষ্ম সব সময়ই রয়েছে জিন্সের কদর। বিশেষ করে হালকা শীতে জিন্সের জুড়ি নেই। নিত্যনতুন কাটছাঁট আর প্যাটার্ন বদলে জিন্স এখন হয়ে উঠেছে অনেক বেশি স্টাইলিশ। বাজার ঘুরে স্টাইলিশ জিন্স পোশাকের খোঁজ জানাচ্ছেন আফরোজা আক্তার
বুনন আর ইন্ডিগোর রঙের বিশেষ সমাহারের কারণে জিন্সের খ্যাতি বিশ্বজোড়া। পাতলা আর মোটা দু’ধরনের জিন্স রয়েছে বাজারে। পাতলা জিন্স প্যান্ট গরমে আরামদায়ক। প্যান্ট ছাড়াও শীতের জন্য এখন তৈরি হচ্ছে জিন্সের জ্যাকেট, স্কার্ট, ব্লেজার, কোটি, টিউনিক, টপস, ফ্রক, শার্টসহ নানা ধরনের পোশাক। শীত পোশাকে নতুনত্ব আনায় জিন্স এখন জায়গা দখল করে নিয়েছে শীতের স্টাইলিশ পোশাকের তালিকায়। শুধু পোশাক নয় এখন জিন্সের দেখা মিলবে বুট, হ্যাট, স্নিকার্সসহ শীত পোশাকের অনুষঙ্গেও। পরিবর্তন এসেছে জিন্সের ফেব্রিক, মেকিং, কালার, লেন্থেও।
জিন্স প্যান্টের মধ্যে ছেলেদের কাছে ন্যারো কাটের জিন্স প্যান্ট এখন বেশ জনপ্রিয়। অনেকেই আবার স্কিন ফিটিংও পছন্দ করছে। তরুণীদের জিন্স প্যান্টের মধ্যে ন্যারো, সেমিন্যারো, বুটকাট, স্ট্রেটকাট, ক্রেপ, বেগি প্রভৃতি রয়েছে। এর মধ্যে ন্যারো এবং চুড়িদার জিন্স এখন জনপ্রিয়। বুটকাট জিন্স প্যান্টও অনেক তরুণীর পছন্দের তালিকায় রয়েছে। জিন্সপ্যান্ট পাওয়া যাবে স্টিচ এবং ননস্টিচ দু’ভাবেই। নীল ছাড়াও কালো, খাকি, ধূসর বহুরঙে মিলবে জিন্স প্যান্ট।
ক্যাজুয়াল আর ফরমাল দু’ধরনের লুকেই মিলবে জিন্সের পোশাক। জিন্সের প্যান্ট, ব্লেজার, ফরমাল শার্ট পরতে পারেন যে কোনো পার্টিতে। তরুণরা জিন্সের ক্যাজুয়াল শার্ট, জ্যাকেট পরে মাত করতে পারেন বন্ধুদের আড্ডা। প্যান্ট, জ্যাকেট ছাড়াও কোটি, ফ্রক, টপস, টিউনিক, কুর্তি, জেগিংস তরুণীরা অনায়াসে বেছে নিতে পারেন ওয়েস্টার্ন কিংবা ফিউশন ক্যাজুয়াল পোশাক হিসেবে। জিন্সের রঙেও এখন এসেছে ব্যাপক পরিবর্তন। জিন্সের রং মূলত ইন্ডিগো বা নীল। এটি জিন্সের প্রাচীন রং। তবে প্রাচীন সময়কার এই জিন্স এখন আর শুধু নীলেই আটকে নেই। নীল ছাড়াও কালো, ধূসর, মাস্টার্ড, গ্রিন, লাল এমনকি সাদাতেও মিলবে এখন জিন্সের পোশাক।
নতুনধারার জিন্সপোশাক সম্পর্কে ফ্যাশন হাউস লা-রিভের জ্যেষ্ঠ ডিজাইনার বিপ্লব বিপ্রদাস বলেন, ‘জিন্সের প্যান্ট তো বরাবরই জনপ্রিয়। হাল ফ্যাশনে জনপ্রিয় হয়ে উঠেছে জ্যাকেট, কোটি, স্কার্ট, ব্লেজারও। জিন্সের জিন্স প্যান্টে ছেঁড়া নকশা আগে দেখা গেলেও এখন ছেঁড়া নকশাতেই এসেছে নতুনত্ব। এখন হাঁটুর ওপর বেশ কিছুটা অংশ কাটা রেখে নকশা করা হচ্ছে। ছেঁড়া নকশাতে কাটা জায়গাটার ফাকা একটু বড় করে রেখে দেয়া হচ্ছে কিংবা অন্য রঙের বাড়তি কাপড় লাগিয়ে করা হচ্ছে বিশেষ নকশা। মেয়েদের জিন্স পোশাকে পাতাসহ ফুলেল নকশা, শুধু ফুলেল নকশা, সিকোয়েন্সের কাজ, নানা রকম বিডস এবং বাটন ব্যবহার করা হচ্ছে। ডিজাইনের পাশাপাশি জিন্সের ওয়াশিংয়েও এসেছে ব্যাপক পরিবর্তন। ওয়াশড ডেনিম, এসিড ওয়াশড ডেনিম, ভিনটেজ ডেনিমসহ বিভিন্ন ধরনের ওয়াশড জিন্সরয়েছে বাজারে।’
জিন্সমানেই তো রাফ অ্যান্ড টাফ। তাই জিন্সের পোশাক খুব বেশি যত্নের প্রয়োজন পড়ে না। তবে কিছুটা যত্ন নিলে জিন্সের পোশাক অনেক দিন ব্যবহার করতে পারবেন। জিন্সের পোশাক প্রথমবার ধোয়ার সময় কোনো রকম ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করা উচিত নয়। এতে জিন্সের ন্যাচারাল চাকচিক্য নষ্ট হয়। প্রথমবার শুধু পানি দিয়েই ধুয়ে ফেলুন। পরবর্তীতে ডিটারজেন্টে ভিজিয়ে রেখে ধুতে পারেন, তবে জিন্সের পোশাক ১০-১৫ মিনিটের বেশি ডিটারজেন্টে ভিজিয়ে রাখা উচিত নয়।
বাজার ঘুরে দেখা যায়, ফ্রিল্যান্ড শোরুমে রয়েছে ইমপোর্টেড জিন্সপ্যান্ট। কোয়ালিটিভেদে যার দাম ২৫০০-৪০০০ টাকা, ক্রস পকেটের ডিজাইনে তৈরি করা ফ্রিল্যান্ডের নিজস্ব জিন্সপ্যান্টের দাম পড়বে ১৮০০-২৫০০ টাকা। ইনফিনিটিতে ন্যারো জিন্স প্যান্ট ১৬৫০-১৮০০ টাকা। আরমানি, ডেভিসন, এডুইন, হোপম্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের নকশাদার জিন্স প্যান্ট পাওয়া যাবে ৩০০০-৬০০০ টাকায়, নন-ব্র্যান্ড ৪০০-১২০০ টাকা। ব্র্যান্ডের জিন্স শার্ট ২০০০-৩৫০০ টাকা, নন-ব্র্যান্ড ১০০০-২০০০ টাকা। জিন্সের ব্র্যান্ডের জ্যাকেট ২০০০-৩০০০ টাকা, নন-ব্র্যান্ড ৪০০-১২০০ টাকা। ব্লেজার ২৫০০-৫০০০ টাকা, টিউনিক ১০০০-২৫০০ টাকা, কোটি ১৫০০-২৫০০ টাকা, কুর্তি ১৫০০-৩০০০ টাকা।
ভালো কোয়ালিটির জিন্সের পোশাক কিনতে চাইলে চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কে। এছাড়া বসুন্ধরা সিটি, গাউসিয়া, নিউমার্কেট, এলিফ্যান্ট রোডসহ বিভিন্ন মার্কেটেও পাওয়া যাবে জিন্সের স্টাইলিশ শীতের পোশাক।
একটু কম দামে কিনতে চাইলে যেতে পারেন বঙ্গবাজার কিংবা ধানমণ্ডি হকার্স মর্কেটে।
(প্রিয় পাঠক, আপনিও দৈনিক প্রতিদিন চিত্রের সাথে অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে)