ঢাকা, শুক্রবার   ০৯ জুন ২০২৩,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

পঁচিশে পা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ

বিনোদন চিত্র

প্রতিদিনের চিত্র

প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

পঁচিশে পা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ। আর তাই 'গানে গানে তব বন্ধন যাক টুটে শিরোনামে সংগীত উৎসবে মেতেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে টিএসসিতে আড়ম্বর আয়োজনে শুরু হয় দু'দিনের সংগীত উৎসব।

সঙ্গীতের মূর্চ্ছনায় স্নিগ্ধ সন্ধ্যা। হালকা হিমেল হাওয়ায় দোল খায় শ্রোতা-মন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সুর-সংগীতের এমন আয়োজনের নেপথ্যে প্রতিষ্ঠানটির সংগীত বিভাগ। ২৫ বছরে পা দিয়েছে তারা। যা উদযাপনে এমন উৎসবের আয়োজন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

চর্যাপদ থেকে বর্তমান সময় বাংলা গানের যে সমৃদ্ধ ধারা তা নিয়েই সাজানো হয়েছে দুদিনের এ আয়োজন। যেখানে প্রতিপাদ্য 'গানে গানে তব বন্ধন যাক টুটে'।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারপার্সন টুম্পা সমদ্দার বলেন, সংগীত বিভাগ থেকে শিক্ষার্থীরা ভাল মানুষ হিসেবে গড়ে উঠছে। এই মানসিকতা তাদের কর্মজীবনে সহায়ক ভুমিকা পালন করবে।