টুঙ্গিপাড়া যাত্রা পথে সব টোল পরিশোধ করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা
প্রতিদিনের চিত্র ডেস্ক
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি-প্রতিদিনের চিত্র
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার পথে সড়কের সব টোল পরিশোধ করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদ নেতাকর্মীরা। নদী পারাপারের জন্য ফেরিতে নির্দিষ্ট পরিমাণ টোলও পরিশোধ করেছেন তারা।
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাব্যক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল এবং যৌথসভায় অংশ নিতে শুক্রবার সকাল ৭.৩০ মিনিটে যাত্রা শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নেতাকর্মীরা। তাদের সঙ্গে একাধিক এমপি-মন্ত্রীও রয়েছেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, যাত্রাপথে সড়কে নির্ধারিত সব টোল নিয়ম অনুযায়ী পরিশোধ করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় ফান্ড থেকে এ টোল পরিশোধ করা হয়।