ঢাকা, মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩,   চৈত্র ১৪ ১৪২৯

রাঙামাটিতে সব দোকানপাট বন্ধ

রাঙামাটি প্রতিনিধি

প্রতিদিনের চিত্র

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

ছবি-প্রতিদিনের চিত্র

ছবি-প্রতিদিনের চিত্র

করোনা ভাইরাস প্রতিরোধে আজ বুধবার (২৫ মার্চ) সকাল থেকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি জেলার সকল দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক জানিয়েছেন করোনা ভাইরাসরে কারণে গণজমায়তে এড়াতে পরর্বতী নির্র্দেশে না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক হাটগুলো বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমলগুলোও বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে।

তিনি আরো বলেন, আমরা চাই কোনো সাধারণ মানুষ ঘরের বাইরে না থাকুক। সকলের সহযোগিতা নিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করতে চাই। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।

রাতে শহরে মাইকিং করে জানানো হয়, ২৫ মার্চ সকাল থেকে জেলার সকল দোকান ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।