করোনার এসময়ে সেক্স? করনীয় আর বর্জনীয়-
লাইফস্টাইল ডেস্ক
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ১১:১১ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার

প্রতিকী ছবি।
এই মূহুর্তে বিশ্বব্যাপী আতঙ্ক রূপ ধারণ করেছে করোনাভাইরাস (COVID-19)। এখনো এর প্রতিকার বা ভ্যাকসিন নিশ্চিতভাবে তৈরী সম্ভব হয়নি। গোটা দুনিয়াজুড়ে লাফিয়ে বাড়ছে করোনায় (COVID-19) আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারী ভাইরাসের সংক্রমণ থেকাতে লকডাউন অথবা কারফিউ জারি হয়েছে বিশ্বের সব আক্রান্ত দেশে। এই মূর্তিমান আতঙ্ক অবস্থায় করোনা আবহে ঘরবন্দি অবস্থায় যৌনতা কি সুরক্ষিত? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বহু দম্পতিদের মধ্যে। সেক্স থেকে করোনা সংক্রমণের ঝুঁকি কি বাড়বে? গুরুত্বপূর্ণএই প্রশ্নগুলি নিয়েই সেক্স বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছিল BBC। আর সেই তথ্যের ভিত্তিতেই পাঠকদের জন্য তুলে ধরা হল প্রতিদিনের চিত্র করোনায় সেক্স (Sex) সম্পর্কিত প্রশ্ন ও উত্তরের ধারা-
❃ করোনা ভাইরাস এই মহামারীর সময় সেক্স করা কি নিরাপদ?
➤ যদি আপনি স্বামী-স্ত্রী হয়ে থাকেন এবং একই বাড়িতে থাকেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে মনে রাখবেন, দু'জনের মধ্যে একজনের শরীরেও করোনা উপসর্গ থাকলে যৌন সম্পর্ক নৈব চ! উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং করোনা সংক্রান্ত গাইডলাইন মেনে এখনই আইসোলেশনে চলে যান।
❃ পার্টনারের উভয়ের যৌনাঙ্গ স্পর্শ করলে করোনাভাইরাস হতে পারে কি?
➤ মুখের লালার মাধ্যমেই মূলত ভাইরাস ছড়ায়। যদি আপনারা একে অপরের যৌনাঙ্গ স্পর্শ করে থাকেন, তাতে সংক্রমনের ঝুঁকি থাকেনা। তবে, সে হাত দিয়ে নাকে মূখে স্পর্শ করলে সংক্রমনের ঝুঁকি শতভাগ। অবশ্যই সতর্ক হবেন এবং এমন সময়ে এ ধরনের কিছু না করাই উচিত।
❃ পার্টনারকে চুমু খেয়েছিলাম, এবার তাঁর করোনা ধরা পড়েছে। আমি কী করব?
➤ এমন যদি হয়ে থাকে, দ্রুত নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন বা আইসোলেট করুন। এরপর নিজের যত্ন নিন এবং ভালো ভাবে পর্যবেক্ষণ করুন। যদি দেখেন, করোনাভাইরাসের কোনও উপসর্গ দেখা দিচ্ছে, তবে সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানান। একইভাবে আপনি কাউকে চুমু খেয়েছেন এবং পরে আপনার শরীরের করোনাভাইরাসের নমুনা মিললে, পার্টনারকেও তা জানিয়ে সতর্ক করুন।
❃ করোনাভাইরাসের আগে আমরা কন্ডোম ব্যবহার করতাম না। এবার কি করতে হবে?
➤কোনও বিশেষ কারণে যদি আপনারা কন্ডোম ব্যবহার না করে থাকেন, সেক্ষেত্রে ঠিক আছে। যেমন, অপরিকল্পিত গর্ভাবস্থা রুখতে অন্য কোনও গর্ভনিরোধ ব্যবহার করা ইত্যাদি। তবে এছাড়া যদি আপনি যৌনতার সময় কন্ডোম ব্যবহার না করেন, তা সুরক্ষিত সেক্স নয়। তাই আগে কন্ডোম ব্যবহার করা শুরু করুন।
❃ নতুন পার্টনারের সঙ্গে সম্পর্ক স্থাপন ঠিক হবে?
➤ না এটি একটি ব্যবিচারী কাজ। বিশেষ করে করোনা মহামারীর এসময়ে ধর্মাবলম্বী অনুসারে সৃষ্টিকর্তাকে একান্তভাবে ঘরে বসে ডাকা হবে প্রথম কাজ। সরকারের নির্দেশিত সামাজিক দূরত্ব মেনে পরিবারকে সময় দেওয়া। তাছাড়া অচেনা কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো মোটেও উচিত নয়। মনে রাখবেন মানুষের শরীরে অনেক ভাইরাস থাকে। যা অজান্তে আপনাকেও সংক্রমিত করতে পারে। তাই এধরনের সম্পর্ক এড়িয়েই চলুন।