জাককানইবি`তে আইন অনুষদের ডীন বিশ্ববিদ্যালয় উপাচার্য
ফাহাদ বিন সাঈদ, জাককানইবি প্রতিনিধি
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২৩ আগস্ট ২০২০ রোববার

ছবি- প্রতিদিনের চিত্র
গত ১৭ আগষ্ট (সোমবার) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭০ তম সভার সিদ্ধান্তক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৬ এর ২২(৫) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানকে (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে আগামী দুই বছরের জন্য আইন অনুষদের ডীন নিযুক্ত করা হয়েছে ৷ এই নিয়োগ আদেশ গত (১৯ আগষ্ট) প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
উপরোক্ত নিয়োগাদেশে উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি আগামী দুই বছর সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
নবনিযুক্ত ডীন ও উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আইন অনুষদের ডীন হিসেবে নিযুক্ত হয়ে আমি বিশ্ববিদ্যালয় পরিবার এবং আমার সকল শুভাকাঙ্খিদের ধন্যবাদ জানাচ্ছি।