ঝালকাঠিতে প্রতীকী মঞ্চে ধর্ষকের ফাঁসি, কুশপুত্তলিকা দাহ মানববন্ধন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

ছবি- প্রতিদিনের চিত্র
ঝালকাঠিতে প্রতিকী ফাঁসির মঞ্চ তৈরী করে ধর্ষকের ফাঁসি, কুশপুত্তলিকা দাহ করে সারাদেশের ’নারী নির্যাতন’ ও ’ধর্ষণে’র প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদকারীরা প্রতিকী ফাঁসির মঞ্চে ধর্ষকের ফাঁসি দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। ‘ইয়ুথ অ্যাকশন সোসাইটি’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এ ’মানববন্ধনে’র আয়োজন করে।
সমাবেশে বক্তারা সারাদেশে ’ধর্ষণ’ ও ’নারী নির্যাতন’কারীদের ’ফাঁসি’র দাবি জানান। পাশাপাশি ঝালকাঠিতে স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজছাত্রী নছিরিন আক্তার সারার ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীকে গ্রেপ্তারের দাবি জানান।