টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আর্জেন্টিনা প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ০৬:১৩ পিএম, ৩ এপ্রিল ২০২১ শনিবার

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, ছবি- সংগৃহীত।
৬২ বছর বয়সী আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্পুটনিক ভি এর দ্বিতীয় ডোজ নেয়ার পরও করোনায় আক্রান্ত হলেন। তিনি নিজেই গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিশ্চিত করেন।
জানা গেছে, জ্বর ও সামান্য মাথাব্যথা হওয়ার পর প্রেসিডেন্ট আলবার্তো কোভিড টেস্ট করান, সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বর্তমানে সতর্কতার অংশ হিসেবে আইসোলেশনে রয়েছেন তিনি। তবে শারীরিকভাবে ভালো।