ঢাকা, মঙ্গলবার   ৩০ মে ২০২৩,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

বেগম খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রতিদিনের চিত্র

প্রকাশিত : ১২:২৪ এএম, ৪ জুন ২০২১ শুক্রবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ছবি- সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ছবি- সংগৃহীত।

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে।

 

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় তাঁকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
 

বেগম জিয়ার মেডিকেল টিমের একজন চিকিৎসক জানিয়েছেন, তাঁর হার্ট, ডায়াবেটিসসহ অন্য সমস্যাগুলোর উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হয়েছে। এখানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। কয়েকদিন পর বলা যাবে- তাঁকে কবে বা কখন বাসায় নেওয়া যাবে।