ঢাকা, মঙ্গলবার   ৩০ মে ২০২৩,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

দেশে তালেবানও নেই, জঙ্গিও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের চিত্র ডেস্ক

প্রতিদিনের চিত্র

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ছবি- সংগৃহীত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ছবি- সংগৃহীত।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই, শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে কিন্তু তাদের কোন অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই। তালেবানরা বিভিন্ন শক্তির হাত ধরে সেই দেশে ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই। বর্তমানে বাংলাদেশ শান্তিময় দেশ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।