সরকারী কর্মচারী ঐক্য ফোরামের সংবাদ সম্মেলন : পূর্বনির্ধারিত সভা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী বাস্তবায়ন ঐক্য ফোরাম কর্তৃক শুক্রবার (৩ জুন) এর মহা সমাবেশ এবং পরবর্তীতে কর্মসূচী পরিবর্তন করে 'ঢাকার বাংলাদেশ ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট'-এ অনুষ্ঠিতব্য প্রতিনিধি সভা স্থগিত করণে জরুরী সংবাদ সম্মেলন করেন সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (২ জুন, ২০২২) ঢাকা রিপোটার্স ইউনিটির হল রুমে এ জরুরী সংবাদ সম্মেলন করেন সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ঐক্য ফোরামের আহ্বায়ক মো. হেদায়েত হোসেন লিখিত বক্তব্যে সাংবাদিকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রজাতন্ত্রের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কমূচারীদের ৭ দফা দাবী বাস্তবায়নের জাতীয় ভিত্তিক ১৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্য ফোরামের উদ্যোগে ৩ জুন, ২০২২ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মহাসমাবেশের প্রস্তুটি গ্রহণ করা হয়। দাবির বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাথে গত ২৯ ও ৩০মে দুদিন মতবিনিময়ে তাৎক্ষণিক মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের সমন্বয়ে একটি সভা আহ্বানের সিদ্ধান্ত দেন। সে সভায় ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণের সিদ্ধান্তও জানানো হয়।
ফোরামের আহ্বায়ক আরো বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে এবং সারাদেশের কর্মচারীদের প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনায় সমাবেশ স্থাগিত করা হয় এবং আলোচনার ইতিবাচক সংবাদ সর্বস্তরে অবহিত করার লক্ষ্যে রমনাস্থ ইন্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে একটি প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
লিখিত বক্তেব্যে হেদায়েত হোসেন বলেন, আমরা গভীরভাবে লক্ষ্য করছি- আগামী ২৫ জুন, ২০২২ প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্ভোধন করতে যাচ্ছেন। এশিয়ার অন্যতম বৃহৎ এ স্থাপনা পদ্মা সেতু বাস্তবায়ন বাধাগ্রস্থ করার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র সম্পর্কে আপনারা অবহিত আছেন। এদেশের ১৮ কোটি মানুষের মর্যাদার প্রতীক সরকারের বৃহৎ এ সাফল্য পদ্মাসেতু উদ্ভোধনের পূর্বমুহূর্তেও উন্নয়ন বিরোধী অপশক্তির পরিকল্পনা রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারীদের যেকোন সভা-সমাবেশে কোন ধরনের অপশক্তি কর্তৃক নাশকতার বিষয়ে উড়িয়ে দেওয়ার কোন সুযোগ নেই।
তিনি বলেন, এজনই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন প্রাক্কালে- বাংলাদেশ ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ শুক্রবার (৩ জুন) সকাল ৯টায় 'বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী বাস্তবায়ন ঐক্য ফোরাম' কর্তৃক পূর্বনির্ধারিত প্রতিনিধি সভা স্থগিত করা হল।
মো. হেদায়েত হোসেন আরো বলেন, আমাদের দাবি বাস্তবায়নে আপনাদের যেভাবে সহযোগীতা পেয়েছি, আগামীতেও আপনাদের পাশে পাবো সে প্রত্যাশা রেখে তাঁর বক্তব্য সমাপ্তি করেন।