করোনায় আক্রান্ত শাহরুখ খান!
বিনোদন ডেস্ক
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ০৭:০১ পিএম, ৫ জুন ২০২২ রোববার

ছবি- সংগৃহীত।
করোনায় আক্রান্ত বলিউডের বাদশা শাহরুখ খান। এই কয়েক দিনে একাধিক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। তার মধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। এবার শাহরুখের শরীরে মহামারির নমুনা পাওয়া গেছে।
সবে নিজের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমার নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। এমন সময়ই অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।
কিছুদিন আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। জন্মদিনের বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড়ো পার্টি দিয়েছিলেন করণ। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, করণ জোহরের এই গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০-৫৫ জন করোনায় আক্রান্ত। করণের এই পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে।