স্বামী মারা যাওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে স্ত্রীর মৃত্যু
আরফিনুল ইসলাম, ডোমার (নীলফামারী)
প্রতিদিনের চিত্র
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রোববার

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে স্ত্রীও মৃত্যুবরণ করেছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি সাহাপাড়া এলাকায়।
জানা যায়, চিকনমাটি এলাকার মরহুম মজির উদ্দিনের প্রথম পুত্র তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক(৬০) রোববার (১৫ জানুয়ারী) সকাল সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে মারা যান। স্বজন ও প্রতিবেশীরা মরহুমের জানাজার জন্যে মরদেহ গোসল করাচ্ছেন। এমন সময় মৃত শাহিদ আলী প্রামানিকের শোকাহত স্ত্রী হাওয়া বেগম (৫৫) কান্নাকাটি অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া পড়েছে।
মৃত শাহিদ আলী প্রামানিকের মেয়ের জামাই দুলাল হোসেন জানান, আমার শ্বশুর শ্বাশুড়ির ছয় কন্যা সন্তান রয়েছে। তাদের সবার বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকায় তারা দুজনেই নিজ বাড়িতে থাকেন।
শনিবার সকাল সাতটায় শাহিদ আলী ও দুপুর বারোটায় হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, আজ বাদ আছর একসাথে উভয়ের জানাযা অনুষ্ঠিত হয়েছে। ডোমার কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাযা ও পরে দাফন কার্য সম্পাদন করা হয়।