ঢাকা, মঙ্গলবার   ৩০ মে ২০২৩,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

এমপি শুভ’র নিজ অর্থায়নে নির্মাণ করে দিলেন বেইলি ব্রিজ

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)

প্রতিদিনের চিত্র

প্রকাশিত : ০১:৫২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


টাঙ্গাইলের মির্জাপুরের বরুটিয়া-হাড়িয়া আঞ্চলিক সড়কের একটি বেইলি ব্রিজ নির্মাণ করে দিলেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।

 

জানা যায়,দীর্ঘদিন ধরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের বরুটিয়া-হাড়িয়া আঞ্চলিক সড়কের ব্রিজটি ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।এতে করে ওই এলাকাসহ আশপাশের মানুষের যান চলাচল ও মালামাল নিতে অসুবিধা হচ্ছিলো।এমন খবর পেয়ে এমপি খান আহমেদ শুভ ব্রিজটি পরিদর্শন করেন।পরে এলাকাবাসীকে দ্রুত ব্রিজটি নির্মাণের আশ্বাস দেন।

 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ ভাঙা ব্রিজটি অপসারণ করেন।পরে এমপির নিজ অর্থায়নে বেইলি ব্রিজটি নির্মাণ করে দেন এবং ব্রিজের দুই পাশে মাটি ফেলে চলাচলের জন্য উপযোগী করেন। বর্তমানে সাধারণ মানুষ ব্রিজ দিয়ে ভালোভাবে চলাফেরা করছেন।

 

ভাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন জানান,এই ব্রিজটি দিয়ে প্রায় ১৫টি এলাকার মানুষ ঝুঁকি নিয়ে চলাফেরা করতেন।বর্তমানে ব্রিজ নির্মাণের ফলে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করছেন।

 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন,বরুটিয়া ব্রিজটি ভেঙে ঝুঁকিপূর্ণ হওয়াতে এমপি খান আহমেদ শুভ নিজে পরিদর্শন করেন।এরপর পূর্বের ব্রিজটি অপসারণ করা হয়।এমপি মহোদয় প্রায় তিন লাখ টাকা দিয়ে ২০ফিট বেইলি ব্রিজ নিমার্ণ করে দেন।পর্যায়ক্রমে এই ব্রিজটি আরও বড় করা হবে বলে জানান তিনি।