ঢাকা, মঙ্গলবার   ৩০ মে ২০২৩,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

দেশি জাল টাকা, রেভিনিউ স্ট্যাপ ও বিদেশী জাল মুদ্রাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি

প্রতিদিনের চিত্র

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশি জাল টাকা, রেভিনিউ স্ট্যাপ ও বিদেশি জাল মুদ্রাসহ জালিয়াতি চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে। গত ০১/০২/২০২৩ খ্রি. তারিখ রাজধানী ঢাকার দারুসসালাম থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতদের নাম- ১। উজ্জল দাস @ সোবহান শিকদার (৩৪), ২। আব্দুর রশিদ (৫৫), ৩। মোঃ মমিনুল ইসলাম (৪৬) ও ৪। শাহ মোঃ তুহিন আহমেদ @ জামাল (৪০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১) ২৭,০০,০০০/- (সাতাশ লক্ষ) টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট, ২), ১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩) বাংলাদেশী ২০০ টাকার নোট সদৃশ জাল টাকা বানানোর ০২টি তামার প্লেট, ৪) ১৩ টি জাল টাকা তৈরির স্ক্রিন ফ্রেম, ৫) বিভিন্ন সাইজের জাল টাকা তৈরির সিকিউরিটি সুতা, ৬) ০২ টি জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির পজেটিভ (ফর্মা), ৭) ০৯ টি ফয়েল পেপার, ৮) ০২ টি জাল টাকা কাটার কাজে ব্যবহৃত গ্লাস, ৯) ১০ টি  ট্রেচিং পেপার, ১০) ২৫ টি রঙের কৌটা, ১১) ০১ টি হটগান, ১২) ০১ টি  লেমিনেটিং মেশিন, ১৩) ০১ টি এইচপি ল্যাপটপ ১৪) ০১ টি এপসন প্রিন্টার, ১৫) ০২ টি ডাইস, ১৬) ১০ টি স্ক্রিন তৈরির কাপড়, ১৭) ১০০০ পাতা সিকিউরিটি সুতাযুক্ত সাদা কাগজ, ১৮) ১,২১০ পাতা সাদা কাগজসহ  জাল টাকা, রেভিনিউ স্ট্যাপ ও বিদেশী জাল মুদ্রা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, গত ০১/০২/২০২৩ খ্রি. তারিখে ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন খবরের ভিত্তিতে  দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা, ভারতীয় রুপি, আমেরিকান ডলার ও রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকারক জালিয়াত চক্রের মূল হোতা উজ্জল দাস @ সোবহান শিকদার (৩৪) কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে তার সহযোগী অন্যান্যদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদের বাকিদের নাম প্রকাশ করে। ধৃত আসামী উজ্জল দাস @ সোবহান শিকদার (৩৪)-এর দেয়া তথ্য-উপাত্ত ও শনাক্তমতে একই তারিখ ঢাকা মহানগরের দারুসসালাম থানা এলাকার একটি বহুতল ভবনের ৫ম তলার ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল নোট, রুপি, ডলার ও রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুতকালে সর্বমোট প্রায় ২০০ (দুইশত) কোটি টাকা মূল্যমানের জাল টাকা, রুপি, ডলার, রেভিনিউ স্ট্যাম্প ও সরঞ্জাম-উপকরণসহ আব্দুর রশিদ (৫৫), মোঃ মমিনুল ইসলাম (৪৬), শাহ মোঃ তুহিন আহমেদ @ জামাল (৪০) কে গ্রেফতার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিগত কয়েক বছর যাবৎ এ সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন দেশের নোট ও রেভিনিউ স্ট্যাম্প জাল-জালিয়াত চক্রটি ঢাকার মতিঝিল এলাকা হতে প্রয়োজনীয় কাগজ, নয়াবাজার ও মিডফোর্ট হতে রঙ, ফয়েল ও পজেটিভ সংগ্রহপূর্বক ধৃত আসামীরা সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করে থাকে। উদ্বেগের বিষয় হচ্ছে, বর্তমান বিশ^ বাজারে ডলার সংকট হওয়ায় আসামীরা ভারতীয় জাল রুপি ও আমেরিকান জাল ডলার বিদেশে ও পাচার করছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তাছাড়া কম মূল্যমানের নোট যেমন-১০০ ও ২০০ টাকার নোটও জাল হচ্ছে, যা প্রায় খালি চোখে ধরা অসম্ভব। এতে বাজারে জাল টাকা সয়লাব হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, যা দেশীয় অর্থনীতির জন্য বড় ধরনের হুমকিস্বরূপ। বিশেষতঃ ২০০ টাকা সদৃশ পিতল/তামার তৈরি প্লেট দিয়ে প্রস্তুতকৃত জাল টাকাগুলো হুবহু আসল টাকার মতোই নিখুঁত। দীর্ঘ প্রায় ৮/৯ বছর যাবত সংঘবদ্ধভাবে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় স্বল্প মেয়াদে বাসা ভাড়া নিয়ে সহযোগীদের সহযোগিতায় সিন্ডিকেট তৈরি করে নিজেরা বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের জাল নোট, ভারতীয় রুপি, আমেরিকান ডলারসহ রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত করতঃ দেশের বিভিন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। যে পরিমাণ  জাল টাকা তৈরীর কাগজ ও অন্যান্য উপকরণ পাওয়া গেছে তা দিয়ে আগামী ঈদুল ফিতর এর আগে  প্রায় ২০০ কোটি টাকা মূল্যমানের দেশী ও বিদেশী জাল মূদ্রা এবং রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে বাজারজাত করা সম্ভব।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানায় ০১ টি মামলা রুজু করা হয়েছে।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম কর্তৃক অভিযানটি পরিচালিত হয়।